Thursday, 13 June 2019

ঈদের ছুটি তাই । নাবিউল হাসান

আয়রে সবাই আয় খোকা খুকু যাই ছুটে চল শান্ত বায়ুর গাঁয়। ঐখানে ঐ দূরের আকাশ বাঁশ বাগানের মাথায় সবুজ ঘাসের কাঁথায় ঈদের ছুটি তাই চল হারিয়ে যাই। ঈদের খুশি ডাকছে সবাই হাসছে দেখ আলো কাস্তে বাঁকা চাঁদের হাসি দূর করে দেয় কালো। জোছনা মাখা ঐ সুদূরের আলোর পরশ নিয়ে জীবনটাকে ভরবো সবাই জান্নাতি সুখ দিয়ে।

No comments:

Post a Comment