Saturday, 20 July 2019

কবিতার সেনাপতি । আবদুল হাই শিকদার

তিতাসের ছেলে মীরের পুত্র কবিতার সেনাপতি, কবিতার শেষ আলোকিত ভোরে তিনি আনন্দ গতি। ডাবের মতোন চাঁদ তাঁরই দেখা সবুজের চুলে ফুল, তেরশ’ নদীর এই কোলাহলে আল মাহমুদই কূল। আল মাহমুদ আল মাহমুদ রাবেয়া মায়ের ধ্বনি, কবিতার পথে হাজার বছর তিনি মরকত মনি। কালের কলসে ঢেউয়ের নকশা সোনালী কাবিনে গান, আল মাহমুদই উপসংহার সত্যের সন্ধান। ‘ফাবি […]

No comments:

Post a Comment