Saturday, 7 September 2019

চোখ জাগে ঘুম ভাঙে । ইদ্রিছ হাছান

চোখ জাগে ঘুম ভাঙে শুরু হয় ভোর পাখি ডাকে ফুল ফুটে খুলে যায় দোর। রবি ওঠে বায়ু ছোটে শুরু হয় খেলা রূপে রসে কেটে যায় কত কত বেলা। নব সাজে নব রূপে এই মোর দেশ দেখে তুমি খুশি হবে বাহ খুব বেশ। আম জাম লিচু কুল কত আছে ফল মায়া ভরা খালে বিলে নদী ভরা […]

No comments:

Post a Comment