Tuesday, 14 January 2020

খরগোশ ও শিয়াল – জ্যোতির্ময় মল্লিক

খরগোশ এবং শিয়াল একসাথে খাবারের সন্ধানে বের হয়েছে। এটা ছিলো শীতের সময়। গাছের পাতা ঝরে গেছে। ন্যাড়া গাছের ডালে বরফ জমতে শুরু করেছে। কোথাও সবুজের চিহ্ন নেই। প্রকৃতি হয়ে গিয়েছিলো রুক্ষ আর শুষ্ক। হাজার খোঁজাখুঁজি করেও মাঠের মধ্যে তারা কোনো ইঁদুর বা পোকা-মাকড়ের সন্ধান পেলো না। শিয়ালটা খরগোশকে বললো- আবহাওয়াটাই কেমন জানি ক্ষুধা উদ্রেককারী। আমার […]

No comments:

Post a Comment