Sunday, 20 September 2020

বনভোজন মাহমুদুল হাসান নিজামী

বনের মানুষ বনই ভালো বনের মাঝে আমন্ত্রণ হই হুল্লোড় সবাই মিলে চড়ুইভাতি বনভোজন। কালা-পাহাড় রাঙ্গামাটি নীলগিরি-বান্দরবান বনের মায়ায় মন ছুটে যায় সেগুনতলায় সারাক্ষণ। কে যাবে রে বনভোজনে মন সোহাগী ছুটে যায় বনের মানুষ বনের মাঝে চড়ুইভাতি লুটে খায়।

No comments:

Post a Comment