শিশির ভেজা নরম ঘাসে হাঁটছি সকালবেলা আঙিনাতে বসছে যেন ফুল পাখিদের মেলা। চারিদিকে শির শিরানো ঝির ঝিরানো বায় পাহাড় ধোয়া শিশির কণা রেণুছড়ায় যায়। ধান পেকেছে ধান পেকেছে চাষির মুখে হাসি সোনার বরণ ওই ফসলে স্বপ্ন রাশি রাশি। ধান মাড়াতে ব্যস্ত গাঁয়ের কিষান বধূর দল, ফসল ঘিরে বইছে যেন খুশির কোলাহল। নতুন চাল নতুন ভাত […]
No comments:
Post a Comment