ঈদের খুশির ঝরনা ঝরে, ঝরনা ঝরে-রে, সে আনন্দ ছড়াবো আজ মনের ঘরে-রে। ফিরনি পায়েস সেমাই খেয়ে, হাসির ঝিলিক ঈদি পেয়ে- সু-স্বাগতম সালাম জানাই সবার তরে-রে। একটি মাসের সিয়াম শেষে ঈদ এসেছে ভালোবেসে- পাখপাখালির কলস্বরে, নদীর চরে-রে। ঝিকিমিকি তারার পাশে নতুন চাঁদের গোলাপ হাসে আলোর ঝালর সুবাস ছড়ায় থরে থরে-রে!
No comments:
Post a Comment