Friday, 1 March 2019

সূর্য যখন ঘুমে । তাজওয়ার মুনির

খুব সকালে উঠবে খোকা সূর্য যখন ঘুমে মুয়াজ্জিনের আজান ধ্বনি আসবে তখন রুমে। অন্ধকারটা আবছা কেটে আলোর প্রতীক্ষায় এমন সময় রবের তরে রুকু সদিচ্ছায়। কপাল খানা নত হবে মহান সেজদাতে হাত দুখানা মেলে দেবে প্রভুর খাজাঞ্চাতে।

No comments:

Post a Comment