Friday, 1 March 2019

সরষে ফুল । আনোয়ার হুসাইন

মাঠের পরে মাঠ পেরিয়ে চোখ জুড়ানো সরষে ফুল, মনে আমার ছন্দ বাজে ফুলের গন্ধে প্রাণ আকুল। শিশির ভেজা হলদে ফুলে হারিয়ে গেল দিগন্ত, সোনা রোদে সকাল হাসে সরষে ফুলের অনন্ত। সরষে ফুলে উড়ে বেড়ায় প্রজাপতির দল, মৌমাছিরা ঘুরে বেড়ায় মধু খোঁজার ছল। চারিদিকে সবুজ সবুজ আমাদের এই গ্রাম, মধ্যখানে সরষে ক্ষেতের হলুদ হলুদ নাম।

No comments:

Post a Comment