Sunday, 11 August 2019

প্রকৃতির বুলডোজার ওমব্যাট । রিয়াজুল ইসলাম

বুলডোজার নামে পরিচিত একটি প্রাণী ওমব্যাট। ওমব্যাট এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। দক্ষিণ অস্ট্রেলিয়ার জাতীয় পশু ওমব্যাট। দক্ষিণ অস্ট্রেলিয়ার ওমব্যাট সাউদার্ন হেয়ারি নোজন ওমব্যাট নামে পরিচিত আর উত্তর অস্ট্রেলিয়ার ওমব্যাটকে বলে নর্দার্ন হেয়ারি নোজন ওমব্যাট। ওমব্যাট প্রধানত নিশাচর প্রাণী। খরগোশের মত দেখতে এই প্রাণীটি গাছের শিকড়, ঘাস, পাতা খেয়ে বাঁচে। ওমব্যাটের লোমের রঙ হলুদাভ লাল থেকে […]

No comments:

Post a Comment