গত সংখ্যার পর এই সময়টাতে মাথার ভেতর নানা রঙের ভাবনারা এসে জমা হয়। আকাশের গোলাপি সাদা মেঘ, চড়ুই আর শালিক পাখিগুলো তখন ওর বন্ধু হয়। কাছে আসে, জিজ্ঞেস করে,- – হ্যালো। ডাব্বু, মন খারাপ তোমার? – হ্যাঁ, মন তো আমার বেশির ভাগ সময়ই খারাপ থাকে। স্কুলে যাবার সময় মন খারাপ হয়, বাসায় ফিরে একা […]
No comments:
Post a Comment