রক্ত দিয়ে কেনা লাল সবুজের রঙে আঁকা দেশটি চির চেনা। দেশটি আমার দেখতে যেন মায়ের মধুর মুখ রূপ দেখে তার মুগ্ধ হবে মুছবে সবাই দুখ। রক্ত দিয়ে কেনা সকাল দুপুর সুবাস ছড়ায় ফুটায় হাসনাহেনা। দেশটি আমার সোনায় ভরা স্বপ্নে আঁকা ছবি এই দেশেতে জন্ম নিয়ে ধন্য সবাই কবি।
No comments:
Post a Comment