Saturday, 10 July 2021

এবারের পরীক্ষায় প্রথম হয়েছে আবরার। এ জন্য মন খুব ঝরঝরে। চোখে—মুখে আনন্দের সোনাঝরা রোদ্দুর। দাদার কাছে এসে বলল, দাদা! আজ আমার এত ভালো লাগছে কেন? প্রতিটি মানুষকেই জানাতে ইচ্ছে করে খুশির এ খবরটি। দাদা বললেন, খুশির সময় এমনই মনে হয়। কিয়ামতের দিনও মানুষ এমন করবে। আল্লাহ বলেছেনÑ “তখন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, […]

No comments:

Post a Comment