Saturday, 10 July 2021

মীমমণি -এস আই সানী

নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছালো রৌদ্র। প্লাটফর্মে অনেক মানুষ। সবাই আপন গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত। স্টেশনে আবার টোকাই পথশিশু আর সহায়সম্বলহীন কিছু মানুষেরও বসবাস। তাদের অর্থসম্পদ বলতে কিছুই নেই। তারা মানুষের কাছে চেয়েচিন্তে, কাগজ কুড়িয়ে, বোতল কুড়িয়ে পেট চালানোর জন্য যুদ্ধ করে বেড়ায় সকাল থেকে সন্ধ্যা অবধি। থাকার জায়গা নেই তাদের, আরামে ঘুমানোরও […]

No comments:

Post a Comment